নিউজ ডেস্ক : নতুন বছরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল নবান্ন। রাজ্যের সব কর্মচারী ১ জানুয়ারি থেকে ৩ শতাংশ হারে মহার্ঘভাতা পাবেন। যাঁদের বেতন ২ লক্ষ টাকার বেশি, তাঁরাও এই মহার্ঘ ভাতা পাবেন। পুরনো বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যাঁদের বেতন ২ লক্ষ টাকা পর্যন্ত, তাঁরাই শুধু এই ৩ শতাংশ মহার্ঘভাতা পাবেন। সেই সিদ্ধান্ত বদল করা হল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবাই পাবেন মহার্ঘভাতা।
দীর্ঘদিন ধরেই মহার্ঘভাতা নিয়ে টানাপোড়েন চলছিল। গত কয়েক বছর ধরে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাকি রয়েছে। বারবার নবান্নের কাছে আবেদন করেও লাভ কিছুই হয়নি সরকারি কর্মচারীদের সংগঠনগুলির। এরপর ২০১৯ সালের ২৬ জুলাই স্যাট নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও তা খারিজ হয়ে যায়। বকেয়া ডিএ মেটাতে ১৬ ডিসেম্বরের সময়সীমাও বেঁধে দেয় স্যাট। সেইমতো মহার্ঘভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার।