নিজস্ব প্রতিনিধি: পার্টি থেকে বাড়ি ফেরার পথে গাড়িতে পিষে মৃত্যু হল এক তরুণীর। মঙ্গলবার রাতে হেস্টিংসের ফার লং গেটের কাছে ঘটনাটি ঘটে। সূত্রের খবর, হাওড়ার বাসিন্দা ২১ বছরের ঋত্বিকা মজুমদার এক তরুণের সঙ্গে ধর্মতলায় কেনাকাটার জন্য যান। সেখান থেকেই একটি পার্টিতে যান তাঁরা। পার্টি সেরে বাড়ি ফেরার পথে আচমকাই স্কুটির চাকা পিছলে যায়। গাড়ি থেকে উল্টে পড়ে যান দুজনেই। তখনই পিছন থেকে আসা একটি গাড়ি হঠাৎই ধাক্কা মারে তরুণীকে। সেখানেই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি।
তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সঙ্গে থাকা তরুণটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন চিকিৎসকেরা। ঘাতক গাড়িটি পলাতক।পুলিশ সূত্রে জানানো হয়েছে দুর্ঘটনাস্থলে কোনও সিসি ক্যামেরা না থাকায় ঘাতক গাড়িটিকে শনাক্ত করা যায়নি। কিছুদিন আগে পার্টি সেরে ফেরার পথে এক ব্যক্তিকে পিষে দেওয়ার ঘটনা ঘটে গরফা থানা এলাকায়। এই ঘটনায় এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাতের ঘটনার সঙ্গে গরফার ঘটনার কোন যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে হেস্টিংস থানার পুলিশ।