নিউজ ডেস্ক: অক্টোবরে কলকাতা ময়দান বন্ধ না করার অনুরোধ জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সেনার নিয়ম অনুযায়ী, প্রতি বছর অক্টোবর মাসের প্রথম ২০ দিন বন্ধ থাকে কলকাতা ময়দান। রক্ষণাবেক্ষণের জন্য যে নিয়ম চলে আসছে ব্রিটিশ আমল থেকেই।
ময়দান এলাকা পুরোটাই ফোর্ট উইলিয়ামের অধীনে। আর তাই প্রতি বছর পয়লা থেকে ২০ অক্টোবর ময়দান রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখে সেনাবাহিনী। বন্ধ থাকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান ক্লাবের তাঁবুও। খোলা যায় না ক্যান্টিনও। স্বভাবতই ওই সময় ময়দান জুড়ে সমস্ত খেলাধুলোই বন্ধ রাখতে হয়। ক্রীড়াপ্রেমী মানুষ এবং খেলোয়াড়দের কথা ভেবেই দীর্ঘদিন ধরে চলে আসা এই নিয়ম শিথিল করতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীকে চিঠি লিখলেন বাবুল। সেকথা নিজের ফেসবুক পেজে পোস্টও করলেন।