নিউজ ডেস্ক : সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। সৌরভকে দেখে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’নিজে বিছানায় শুয়ে। আমায় বলছে, আপনার শরীর ঠিক আছে তো? ওরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করায় না। আমি জানতাম, ওঁর মতো খেলোয়াড়রা নিয়মিত পরীক্ষা করান। চিকিৎসকরা অপারেশন করেননি। এক্ষেত্রে একটা-দুটো দিন অপেক্ষা করা উচিত। এটা ভাল সিদ্ধান্ত। ধন্যবাদ জানাচ্ছি।’
রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমও এদিন সৌরভকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। ফিরহাদ হাকিম বললেন, ”সৌরভ এখন দারুন মেজাজে রয়েছে। ও তো আমাকে দেখেই বলল, তুমি আবার এলে কেন! আমি এখন ঠিক আছি।’ অরূপ বিশ্বাস জানান, ‘সৌরভ এখন ভাল আছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যত দ্রুত সম্ভব ও যেন সেরে ওঠে! ওর অসুস্থতায় সবাই খুব উদ্বিগ্ন। ও গোটা দেশের কাছে আইকন। ওকে এভাবে দেখতে কার ভাল লাগে!” এদিন সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন অধীর চৌধুরীও।
সৌরভকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, ‘দাদাতে হাসতে দেখে খুব ভালো লাগল। আর কোনও চিন্তা হচ্ছে না। ওর কামরায় ঢোকার আগে পর্যন্ত বেশ চিন্তায় ছিলাম। রুমে ঢোকার পর তা কেটে গেল। দেখলাম বেশ হাসিখুশিই রয়েছেন উনি। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখন আর সেই টেনশনটা নেই। চিকিত্সকরা খুব ভালে টিমওয়ার্কের পরিচয় দিয়েছেন।’