নিউজ ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে নিজেদের শক্তি প্রদর্শনে নামছে সিপিএম। সিদ্ধান্ত হয়েছে ফেব্রুয়ারির শেষ রবিবার ব্রিগেড সমাবেশ করবে তারা। আমন্ত্রণ জানানো হয়েছে জোটসঙ্গী কংগ্রেসকে। সিপিএম সূত্রে জানা গিয়েছে, জাতীয় রাজনীতিতে ‘সম মনোভাবাপন্ন’ বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলিকেও আমন্ত্রণ জানানো হতে পারে ব্রিগেড সমাবেশে।
চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে সিপিএম-কংগ্রেস জোট ব্রিগেড সমাবেশ করবে, তা আগে থেকেই স্থির ছিল। তবে কবে সমাবেশ হবে, তা নিয়ে আলোচনা চলছিল। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল, ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের প্রথম রবিবার সমাবেশ হবে। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর, মার্চ মাসের শুরুতেই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট জারি হয়ে যাবে। তাই ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছে।
এর আগে ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি শেষবার ব্রিগেড সমাবেশ করেছিল বামফ্রন্ট। প্রচুর মানুষের জমায়েত হয়েছিল সমাবেশে। এবার সিপিএম-কংগ্রেস নেতৃত্ব কত মানুষকে উপস্থিত করাতে পারেন সেটাই দেখার।