নিউজ ডেস্ক: প্রায় ২২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার কলকাতায়। অসম থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল চোরাচালানকারীদের। একটি ট্রাক থেকে প্রায় ২ কেজি হেরোইন ও প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে অসমের দুই পাচারকারীকে।
আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল কলকাতা পুলিশের এসটিএফের কাছে। সেই মতো শনিবার রাতে বেলগাছিয়া মিল্ক কলোনি এলাকায় আগে থেকেই হাজির হয়েছিলেন এসটিএফের আধিকারিকরা। ট্রাকটিকে আটক করার পর তল্লাশি চালানোর সময় ব্যাটারি বাক্সের মধ্যে থেকে মেলে ২ কেজি হেরোইন। শুধু তাই নয়, প্রায় ২ লক্ষ ৩২ হাজার ইয়াবা ট্যাবলেটও মেলে গাড়িতে। গাড়িতে থাকা মাহের আলি ওরফে অ্যান্ডি এবং রবিউল হোসেন ওরফে রবিয়াল নামে দু’জনকে গ্রেফতার করে এসটিএফ। দু’জনই অসমের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে এসটিএফের আধিকািরকরা জানতে পেরেছেন, উদ্ধার হওয়া মাদকদ্রব্য অসম থেকে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল। ধৃতদের সঙ্গে কোনও চক্র জড়িত কি না, তা জানতে তদন্ত শুরু করেছে। ধৃতদের নিজেদের হেফাজতে পেতে আদালতে পেশ করা হবে বলে কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে খবর।