নিউজ ডেস্ক : সাতসকালে বিধ্বংসী আগুন বেহালার একটি প্লাস্টিক কারখানায়। ঘটনাস্থলে যায় দমকলের ৪ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নামেন দমকলকর্মীরা। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ বেহালার শিরিটি শ্মশান সংলগ্ন ওই প্লাস্টিক কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। খবর দেওয়া হয় দমকলে। কারখানার মধ্যে প্লাস্টিকের জিনিসপত্র মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
- Advertisement -