নিউজ ডেস্ক : মানিকতলায় ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন। জানা গিয়েছে, বুধবার সকাল ১১ টা নাগাদ আগুন লাগে ওই কারখানায়। বটতলা থানা এলাকার মানিকতলার সাহিত্য পরিষদের ঠিক উল্টোদিকে ব্যাটারি কারখানাটি অবস্থিত। তিনতলা কারখানার দোতলায় প্রথমে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তিনতলায়। স্থানীয়রাই প্রথম দেখতে পান কারখানা থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে। ব্যাটারি তৈরির কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ে।
- Advertisement -