নিউজ ডেস্ক: খাস কলকাতায় উদ্ধার হল ২২ টি তাজা বোমা। গোয়েন্দাদের খবরের ভিত্তিতে পূর্ব কলকাতার এন্টালির এক নির্মীয়মান বাড়ি থেকে শনিবার উদ্ধার করা হয় বোমাগুলি। বাড়ির মালিক ও প্রোমোটারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এন্টালি থানার পুলিশ। বছরের শুরুতেই এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
সূত্রের খবর, ওই নির্মীয়মান বাড়িতে বোমা মজুত করা হচ্ছে বলে খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই মতো দুই জানুয়ারি গোয়েন্দাদের একটি দল এন্টালি থানায় আসেন। এরপর থানার কয়েকজন পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে স্যার সৈয়দ আহমেদ রোডের ওই বাড়িতে হানা দেয় গোয়েন্দারা। তল্লাশি চালানোর সময়েই বাড়িটির একতলার কোণের দিকের একটি ঘরের দেওয়াল লাগোয়া এক কুঠুরির ভিতর থেকে দুটি বাক্স থেকে উদ্ধার হয় ২২টি তাজা বোমা। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বম্ব ডিসপোসাল স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে বিস্ফোরক আইনে মামলা দায়ের করার পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।