নিউজ ডেস্ক: করোনার প্রভাব এখনও অব্যাহত। তবে সবকিছুর মধ্যেও কিছু মানুষের এখনও কোনও চিন্তা নেই। বাস হোক কিংবা ট্রেন সবেতেই মাস্ক ছাড়া ঘুরতেই বেশি পছন্দ করেছেন মানুষজন। কেউ কেউ বলছেন করোনা তো চলে গেছে। কেউ আবার বলছেন মাস্ক পরলেই কী করোনা চলে যাবে? তবে কী করলে করোনা যাবে তা হয়তো কারওরই জানা নেই। তবে এবার কালীঘাটের মন্দিরে প্রবেশ করতে গেলে মাস্ক পরে আপনাকে আসেতই হবে। না হলে কোনওভাবেই আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। মঙ্গলবার সেই দৃশ্যই চোখে পড়ল মন্দির চত্বরে।
দীর্ঘ কয়েক মাস পর মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হয় মঙ্গলবার। কিন্তু মাস্ক পরে না আসায় ফিরিয়ে দেওয়া হয় অনেক পুণ্যার্থীকে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এদিন অনেক পুণ্যার্থী এসেছিলেন। কিন্তু অনেকের মুখেই মাস্ক ছিল না। তাই তাদের মূল ফটক থেকে ফিরিয়ে দেন পুলিশকর্মীরা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোভিড প্রোটোকল না-মানলে কাউকেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। দূরত্ববিধি বজায় রাখতে, গর্ভগৃহে একসঙ্গে দশ জনের বেশি প্রবেশ করতে দেওয়া হয়নি। ভিড় এড়াতে পুণ্যার্থীদের জন্য মাত্র দু’টি প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। কিছু দিন আগেই খুলেছে দক্ষিণেশ্বর মন্দির। সেখানেও একই ছবি দেখা গিয়েছিল। পুণ্যার্থীদের অনেকেই মাস্ক পড়েননি। মানেননি কোনও দূরত্ববিধিও। যদিও মন্দিরের কাছে নির্দিষ্ট দূরত্বেই দাঁড় করানো হয়েছিল দর্শনার্থীদের।
এদিকে আবার গোদের উপর বিষফোঁড়ার মতো কলকাতায় হাজির করোনার নতুন স্ট্রেন। এখন দেখার বিষয় কতটা সচেতন হন সাধারণ মানুষ।