নিউজ ডেস্ক : মুখ্যমন্ত্রী নিজের সাংবিধানিক দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন না, সাংবাদিক বৈঠকে দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। ঘূর্ণিঝড় প্রসঙ্গে রাজ্য প্রশাসনকে আক্রমণ শানান তিনি। বলেন, ‘আমফানের পর বিকল হয়ে গিয়েছিল রাজ্য প্রশাসন। দুর্যোগের পূর্বাভাস থাকা সত্ত্বেও, কেন প্রস্তুতি ছিল না রাজ্যে, সেনিয়ে প্রশ্ন তুলেছেন ধনকর। রাজ্যপাল আরও বলেন, ‘আমফানে আর্থিক সাহায্য, করোনা-মোকাবিলার বরাদ্দে দুর্নীতি হয়েছে। আদালত এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল।’
এদিন সাংবাদিক সম্মেলনে মমতার বহিরাগত অভিযোগের জবাব দিয়েছেন জগদীপ ধনকর। তিনি বলেন, ‘ভারতের মধ্যে কেউ বহিরাগত নয়। এমন ভাবা সংবিধানের মূল ধারণায় কুঠারাঘাত করা। সংবিধানের বিপরীত ভাবনার কোনও কাজ করা উচিত নয়।’