নিউজ ডেক্স : বিধানসভা ভোটের আগেই কি কলকাতা পুরসভার ভোট? রাজ্য়ের কাছে তলব চেয়ে গত সপ্তাহে এমনটাই জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই রাজ্য়ের পক্ষ থেকে রাজ্য় নির্বাচন কমিশনকে জানান হয়, সরকার চায় পুরভোট হোক। এমনকী ভোটার তালিকা প্রকাশের দেড় মাস পর ভোট করা হোক সেটাও চাইছে রাজ্য় সরকার। অর্থাৎ মার্চ মাসে ভোট করার প্রস্তাব দিয়েছে রাজ্য় সরকার।
মার্চে কলকাতা পুরভোটের প্রস্তাব নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে পুরভোট সংক্রান্ত হলফনামা জমা দেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর। আগামী জানুয়ারি মাসের শেষে ভোটের তালিকা তৈরি শেষ হবে। রাজ্য় সরকার চায় এই মহামারী পরিস্থিতিতে তালিকা তৈরির কমপক্ষে ৬ সপ্তাহ পর ভোটাভুটি হোক। সেই মতো মার্চ মাসের মাঝামাঝি সময়ে ভোটের জন্য় সরকার প্রস্তুত বলে জানিয়ে দেওয়া হয়েছে কমিশনকে।
এদিকে রাজ্য সরকার পুরভোট মার্চেই করতে চায় এবং দলগতভাবে তৃণমূল যে তৈরি, এ বিষয়ে সাফ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। পুরভোট প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার কটাক্ষের সুরে জানিয়েছেন শীর্ষ আদালতের চাপে পড়েই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট করাতে চাইছেন।