নিউজ ডেস্ক : শুক্রবার কালীঘাটে জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ শীর্ষ নেতারা। থাকবেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরও।
বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী দল ছাড়বেন, তা ধরেই নিয়েছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু বৃহস্পতিবার শুভেন্দু ছাড়াও আরও দুই নেতা জিতেন্দ্র তিওয়ারি ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৃণমূল ছেড়েছেন। শীলভদ্র, সুনীল মণ্ডলের মতো নেতারাও বিজেপিতে যেতে পারেন বলে খবর। ভাঙনের সময় দলকে কী করে একসূত্রে বাঁধা যায়, সেই কৌশল খুঁজতে জরুরি বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, যাঁরা বেরিয়ে যাওয়ার বেরিয়ে যাক। কিন্তু বিধানসভা ভোটের মুখে একের পর এক নেতার দল ছাড়া শাসক দলের কাছে অশনি সংকেত। বিদ্রোহীদের আটকাতে, ভাঙন রোধ করতে এই বৈঠক বলে তৃণমূল সূত্রে খবর।