নিউজ ডেস্ক : সোমবার থেকে শহরে চলছে অতিরিক্ত মেট্রো। রবিবার পর্যন্ত ২০৪টি ট্রেন চলেছিল। আজ থেকে সেটি বেড়ে হয়েছে ২১৬টি। ট্রেনের সংখ্যা বাড়ায় এখন আর যাত্রীদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ব্যস্ত সময়ে ৭ মিনিট অন্তর ট্রেন পাবেন যাত্রীরা।
মেট্রো চলার সময়সীমা বাড়ানো হচ্ছে না এখনই। আগের মতোই প্রবীণ, মহিলা এবং ১৫ বছর পর্যন্ত কিশোর-কিশোরীরা ই-পাস ছাড়াই যাতাযাত করতে পারবেন। আগামী রবিবার থেকে পুরুষরাও ই-পাস ছাড়াই চড়তে পারবেন মেট্রোয়।
আগামী রবিবার থেকে পুরুষরাও ই-পাস ছাড়াই চড়তে পারবেন মেট্রোয়। করোনা পরিস্থিতিতে প্রায় আট মাস বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রো। সমস্ত বিধিনিষেধ মেনে মেট্রো চালানো বড় চ্যালেঞ্জ ছিল কর্তৃপক্ষের কাছে। প্রথমে কম সংখ্যক ট্রেন দিয়েই শুরু হয়েছিল পরিষেবা। যাত্রীসংখ্য়া বাড়তে থাকায় যাতে করোনাবিধি লঙ্ঘিত না হয়, সেজন্য় ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।