Html code here! Replace this with any non empty raw html code and that's it.

মুকুল রায়ের বাড়িতে শুভেন্দু

নিউজ ডেস্ক: মুকুল রায়ের বাড়িতে শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে যান শুভেন্দু। এদিন দুজনের মধ্যে প্রায় আধ ঘণ্টা কথা হয়। সূত্র মারফৎ খবর, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বিধানসভা ভোটের আগে দলের রণকৌশল কী হতে চলেছে এদিনের আলোচনায় উঠে আসে সেই প্রসঙ্গও। যদিও মুকুল রায়ের বাড়ি যাওয়াটাকে নিছকই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

১৯ ডিসেম্বরই গত কয়েকমাসের জল্পনার অবসান হয়েছে। মেদিনীপুরে মেগা সমাবেশে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করে মিটিয়েছেন ইস্তফা বিভ্রাট। এরপর মঙ্গলবার বিজেপি নেতা হিসেবে প্রথমবার দলীয় সভায় অংশও নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরই বুধবার দলের আগামী রূপরেখা ঠিক করতে মুকুল রায়ের সঙ্গেও সাক্ষাৎ করলেন তিনি।

Related Articles

- Advertisement -

Latest Articles