নিউজ ডেস্ক : মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে ৪১ টি সেতু তৈরির কাজ চলছে। বেলঘরিয়া ও কল্যাণী এক্সপ্রেসওয়ের মধ্যে ৬ লেনের কানেক্টর হবে। কানেক্টর তৈরিতে ২ হাজার ৩৪৫ কোটি খরচ হবে বলে জানান তিনি। এই প্রোজেক্টে কেন্দ্রীয় সরকার কোনও সাহায্য করেনি, রাজ্য সরকারই সব কাজ করেছে বলে দাবি করেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মতে, “রাস্তা যত হবে, উন্নয়নের গতিও বাড়বে রাজ্যে।”