নিউজ ডেস্ক : রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। দক্ষিণবঙ্গের জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, বিভিন্ন জেলার পুলিশ রিপোর্ট ও নির্বাচনী আধিকারিকদের রিপোর্ট পর্যালোচনা করবেন সুদীপ জৈন। শুক্রবার মালদা, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের জেলাশাসক, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পঙের প্রশাসনিক কর্তা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে উপ মুখ্য নির্বাচন কমিশনারের বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। বৈঠক হতে পারে রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা, ডিজির সঙ্গেও। বাংলায় বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশনও।