নিউজ ডেস্ক: বছরের শুরুতে শীতের কামড় টের পাওয়া গেলেও সোমবার থেকে তাপমাত্রা বাড়তে চলেছে মহানগরের। গত সপ্তাহজুড়ে তাপমাত্রা ১৩ এর ঘরে ঘোরাফেরা করলেও এবার বাড়ছে তাপমাত্রা। আগামীকাল থেকে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি ছাড়িয়ে যাবে। তবে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ ভালই টের পাবে শহরবাসী। একই অবস্থা থাকবে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও। পাশাপাশি ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লেই পরিষ্কার আকাশ দেখা যাবে। তাপমাত্রা বাড়ার অন্যতম কারণ পশ্চিমী ঝঞ্ঝা। আগামী দু-তিন দিনের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। ফলে বাধা পাবে উত্তরের হাওয়া। আর তার জেরেই বাড়বে তাপমাত্রা।