নিউজ ডেস্ক: দীর্ঘ ১১ মাসের অপেক্ষার অবসান। অবশেষে দমদম বিমানবন্দরে পৌঁছল কোভিশিল্ড। স্পাইস জেটের বিশেষ বিমানে পুণের সেরাম ইনস্টিটিউড থেকে কলকাতায় এসে পৌঁছল ভ্যাকসিন।
বিমানবন্দর থেকে শীততাপ নিয়ন্ত্রিত বিশেষ ভ্যানে সেই ভ্যাকসিনের কিছু অংশ পৌঁছল বাগবাজারের স্বাস্থ্য দফতরের ভ্যাকসিন স্টোরে। সেখান থেকে রাজ্যের কোল্ড স্টোরেজ পয়েন্টগুলিতে পৌঁছে দেওয়া হবে ভ্যাকসিন। ইতিমধ্যেই সব জেলায় তিনটি করে হাসপাতালে টিকাকরণের মহড়া হয়েছে।
সোমবারই সেরামের তরফে জানান হয়েছে, কোভিশিল্ডের প্রতি ডোজ মিলবে ২০০ টাকায়। ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে কোভিড-১৯ টিকাকরণের প্রক্রিয়া।