নিউজ ডেক্স : শনিবার শহরে ব্যাহত হবে পানীয় জল পরিষেবা। গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে মেরামতির জন্যই জল পরিষেবা বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। শনিবার সকাল ১০টা থেকে বন্ধ হতে চলেছে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার পানীয় জল পরিষেবা। রবিবার সকালে ফের স্বাভাবিক হবে পরিষেবা।
কালীঘাট, রানিকুঠি, বাঁশদ্রোণী, গড়ফা, চেতলা, বেহালা, সিরিটি, সেনপল্লির বুস্টার পাম্পিং স্টেশন থেকে বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা। ফলে দক্ষিণ কলকাতা, গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, মহেশতলা, বজবজ-সহ একাধিক এলাকায় ব্যাহত হবে জল সরবরাহ পরিষেবা। কয়েকদিন আগে টালা পাম্পিং স্টেশনেও পাইপ মেরামতির কাজ হয়েছিল। সেই সময় ব্যাহত হয়েছিল উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার একাংশের জল সরবরাহ।