নিউজ ডেস্ক: বছর শেষে শীত পড়েছে জাঁকিয়ে। আগামী কিছুদিন শীতের এই আমেজ ভালই টের পাওয়া যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। স্বভাবতই এই খবর হাসি ফুটিয়েছে শীতপ্রেমীদের মুখে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। রবিবার তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি। ওইদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৯ শতাংশ। শুধু তাই নয় বছরের শেষ ক’টাদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১২ ডিগ্রির আশপাশেই।
শুধু কলকাতাই নয়, অন্যান্য জেলাগুলিতেও শীতের কামড় ভালই টের পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নীচে। এই সপ্তাহে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি নীচে নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।