নিউজ ডেস্ক: নিউটাউনের হোটেল থেকে মিলল তরুণীর নগ্ন ক্ষতবিক্ষত দেহ। মঙ্গলবার সন্ধে ৭ টা নাগাদ মেদিনীপুরের বাসিন্দা চুমকি ঘোষ ও অমিত ঘোষ নিউটাউনের একটি হোটেলে ঘর ভাড়া নেয়। হোটেল কর্তৃপক্ষ জানান, তারা সঠিক পরিচয় পত্র দেখিয়েই তবেই ঘর নেন। এমনকী সেদিনই সন্ধেবেলা চেক আউট করার কথা ছিল তাদের। কিন্তু, ঘর ছাড়ার সময় পার হয়ে গেলেও কেউ দরজা খোলেননি। ফোনও ধরছিলেন না বলে জানান হোটেল কর্মীরা। পরে হোটেলের কর্মীরা ডুব্লিকেট চাবি দিয়ে ঘরের দরজা খুলে দেখেন, মেয়েটির নগ্ন দেহ বিছানার উপর শোয়ানো রয়েছে। পরে টেকনোসিটি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
হোটেলের কর্মীরা জানান, অমিত ঘোষ সন্ধের সময় হোটেল থেকে বেরোন। কিন্তু তাঁকে কেউ আর ফিরে আসতে দেখেননি। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক-যুবতী হোটেলের ঘরে মদ্যপান করেন। সেইসময়ই হয়তো একেওপরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। আর তখনই মদের বোতল দিয়ে ওই যুবতীকে আঘাত করেন অমিত। যুবতীর মুখে, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের দাগ রয়েছে। ইতিমধ্যেই হোটেলের রেজিস্টার বুক দেখে দু’জনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিস। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত অমিতের খোঁজে তল্লাসি শুরু করেছে টেকনোসিটি টাউন থানার পুলিশ।