নিউজ ডেস্ক : এবার করোনার থাবা অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের বাড়িতে। করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা। পরিবারের বাকিদের টেস্ট হয়নি এখনও। রবিবার কোভিড টেস্টের রিপোর্ট পাওয়ার পর আবীর নিজেই সোশ্যাল মিডিয়ায় সেখবর জানান। অভিনেতা পোস্টে লিখেছেন, ”আরও একবার প্রমাণিত হল, জীবনে কোনও কিছুই নিশ্চিত নয়। আমি যে প্রযোজনা সংস্থা ও টিমের সঙ্গে কাজ করছিলাম, তাঁরা সমস্তরকম সুরক্ষাবিধি মেনেই কাজ করছিলেন। আমি এবং আমার টিমও সবকিছু মেনে চলেছি, কিন্তু তারপরেও আমার কোভিড পজিটিভ হয়েছি।” করোনা হলেও তিনি ফিট আছেন, সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেতা। তিনিও আরও লিখেছেন, ”শুধু কোনওকিছুর গন্ধ পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। আমি নিজেকে আইসোলেশনে রেখেছি। পরিবারের সকলেই শীঘ্রই টেস্ট করাবেন। শুধু প্রার্থনা করছি, তাঁরা যেন নিরাপদে থাকে। এই কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলকে অনুরোধ করছি যেন তাঁরাও কোভিড টেস্ট করে নেন। এটা তাঁদের সুরক্ষার কারণেই করা উচিত। সকলের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।”
আবীর চট্টোপাধ্যায়ের এই পোস্টের পরই তাঁর অনুরাগী ও সহকর্মীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন।
View this post on Instagram