নিউজ ডেস্ক : এবার বলিউডে অভিষেক ঘটছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যর। দাদু মেগাস্টার অমিতাভ বচ্চন, দিদা অভিনেত্রী জয়া বচ্চন, মামা অভিষেক বচ্চন, মামী বিশ্বসুন্দরী এবং প্রথম সারির অভিনেত্রী ঐশ্বর্য। এমন পরিবারের ছেলে বলিউডে পা দেবে খুব স্বাভাবিক। সেটাই হতে চলেছে। শ্বেতা বচ্চন ও নিখিল নন্দার একমাত্র পুত্র অগস্ত্যকে খুব শীঘ্রই দেখা যাবে বড় পর্দায়। বিদেশে পড়াশুনা প্রায় শেষ তাঁর।
বলিউডের অন্দরের খবর, অগস্ত্যকে ছবিতে নিয়ে বেশ খুশি পরিচালক। খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক ঘোষণা হবে। বিভিন্ন সময়ে পরিবারের সঙ্গে দেখা যায় অগস্ত্যকে। যদিও তাঁর থেকে তাঁর দিদি নভ্যা পাপারৎজির বেশি প্রিয়। অনেকেই ভেবেছিলেন নভ্যাই প্রথম বড়পর্দায় আসবেন। তবে আপাতত নভ্যা নয়, অগস্ত্যকে দেখা যাবে সিলভার স্ক্রিনে। অগস্ত্যর হাত ধরেই বি–টাউনে পা রাখতে চলেছে বচ্চন খানদানের তৃতীয় প্রজন্ম।