নিউজ ডেস্ক: নতুন সদস্যের জন্য অধীর অপেক্ষায় বিরুষ্কা। নতুন বছরের প্রথম মাসেই আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। তার আগে প্রেসন্যান্সি ফটোশ্যুট করলেন অনুষ্কা শর্মা।
ভগ ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করতে দেখা গিয়েছে হবু মাকে। সেইসব ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।
অন্তঃসত্ত্বা অনুষ্কার ছবি দেখে প্রশংসা করেছেন বিরাট কোহলি। ২০১৮ সালে বিরাট কোহলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনুষ্কা। কেরিয়ার ও ঘর দুটোই সমানতালে সামলেছেন। তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে বিরুষ্কা জানান, ২ থেকে ৩ হবেন তাঁরা। সেলিব্রেটি দম্পতি থেকে ভক্তরা, সবাই অপেক্ষা করছেন নতুন সদস্যের।