নিউজ ডেস্ক : নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন বিরুষ্কা। তারই মাঝে পুরনো স্মৃতি উঁকি দিয়েছে হবু মায়ের মনে। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বিরাট ঘরণী। বাগানে একটি চেয়ারের ওপর বসে রয়েছেন তিনি। পরণে সাদা রঙের টি-শার্ট, নীল ডেনিম। বাটিতে করে হাসিমুখে কিছু খাচ্ছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘পুরনো ছবি। যখন আমি এ ভাবে বসে খেতে পারতাম। কিন্তু এখন আর আমি এ ভাবে বসতে পারি না। তবে খেতে পারি।’ লেখার শেষে একটি হাসির ইমোজি। বেবি বাম্প নিয়ে হাঁটু মুড়ে বসা সম্ভব নয়, তাই পুরনো ছবি দেখে দিন কাটাচ্ছেন অনুষ্কা। ২৭ অগাস্ট সন্তান সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। পোস্টে লেখা ছিল, ‘জানুয়ারি মাস থেকে আমরা তিন।’
View this post on Instagram