নিউজ ডেস্ক : ২৫ ডিসেম্বর টলিউড সুপারস্টার দেবের জন্মদিন। প্রতি বছর এই দিনটা বিশেষ কিছু করে থাকেন নায়কের গার্লফ্রেন্ড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এবারেও ভালবাসার মানুষের জন্মদিনে তাঁকে স্পেশাল সারপ্রাইজ দিলেন তিনি।
View this post on Instagram
‘গোলন্দাজ’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত দেব। কেক নিয়ে সোজা সেখানেই হাজির হন অভিনেত্রী। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রুক্মিণী। দেবের গোঁফ নিয়ে মস্করা করতেও ছাড়েননি।
তবে সারপ্রাইজের এখানেই শেষ নয়। দেবের জন্মদিনে কোনও বার্ড ডে কার্ড নয়, আস্ত একটা বোর্ড উপহার দিয়েছেন রুক্মিণী। সাউথ সিটি মলের বাইরে সেই বোর্ড টাঙানো।
View this post on Instagram
যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। বোর্ডের সামনে দাঁড়িয়ে দুজনে ছবি তুলেছেন। সেই ছবি শেয়ার করে রুক্মিণীকে ধন্যবাদ জানিয়েছেন দেব। লিখেছেন, “বছরের পর বছর তুমি আমায় চমক দিয়ে চলেছো। এভাবেই আমার পাশে থেকো।”