নিউজ ডেস্ক : বছরের শেষদিনে হঠাৎ করে দীপিকার টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সব পোস্ট উধাও হয়ে যায়। যা দেখে চমকে গিয়েছিলেন অনেকে। হঠাৎ কী এমন ঘটল ? চিন্তায় পরে গিয়েছিলেন ভক্তরা। তবে নতুন বছরের শুরুতে অডিও বার্তায় আসল কারণ জানিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে অডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন , এটা ১.১.২০২১। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আপনি কীসের জন্য কৃতজ্ঞ?
View this post on Instagram
অডিও বার্তায় দীপিকাকে বলতে শোনা গেল, ”আমি জানি, আপনারা সকলেই আমার সঙ্গে সহমত হবেন যে ২০২০ বছরটা ভীষণভাবে অনিশ্চয়তার একটা বছর। তবে তার সঙ্গে এটা আমার কাছে কৃতজ্ঞতা ও অস্তিত্বের একটা বিষয়ও বটে। ২০২১এ আমার চারপাশের সমস্ত মানুষদের সুস্বাস্থ্য ও মানসিক শান্তি কামনা করছি। তাঁর এই অডিও বার্তার পরই বোঝা গেল, পুরনোকে বিদায় জানাতেই হয়তবা আগের সমস্ত পোস্ট মুছে দিয়েছিলেন দিপ্পি।