নিউজ ডেস্ক : ধনশ্রী ভার্মার সঙ্গে সতপাকে বাঁধা পড়লেন যুজবেন্দ্র চাহাল। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তাঁদের বিয়ে থেকে রিসেপশনের ছবি।
বিয়েতে লাল রঙের লেহঙ্গায় সেজেছিলেন ধনশ্রী। মুখে ছিল সর্বদাই মিষ্টি হাসি। হালকা রঙের শেরওয়ানি পড়েছিলেন চাহাল।
এদিন ট্যুইটারে বিয়ের প্রথম ছবি শেয়ার করে যুজবেন্দ্র লিখছেন, ‘একদা এক সময়ে শুরু করে ২২.১২.২০২০-তে আমরা চিরদিনের জন্য সুখী! কারণ এখন থেকে অনন্তকালের জন্য #DhanaSaidYuz।’
View this post on Instagram
জনপ্রিয় কোরিওগ্রাফার এবং ইউটিউবার ধনশ্রী বর্মার সঙ্গে দীর্ঘদিন ধরেই ডেটিং করছিলেন যুজবেন্দ্র চাহাল। গত অগাস্টে বাগদান পর্ব সেরে ফেলেন তাঁরা।
বছর শেষের আগেই সাতপাকে বাঁধা পড়লেন এই জুটি। এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার ঢল নামে।