নিউজ ডেস্ক: সামনেই ‘ভাইজান’ র জন্মদিন। প্রত্যেকবছর তাঁর ফ্যানেরা মুকিয়ে থাকেন তাঁর জন্মদিন সেলিব্রেড করবেন বলে। কিন্তু এ-বছর জন্মদিনের দিন কোনও সেলিব্রেশন করবেন না সল্লু ভাই, এমনকী নিউ ইয়ার সেলিব্রেশনও হবে না ফার্ম হাউসে।
প্রত্যেকবছর ফার্ম হাউসেই বন্ধু–বান্ধব এবং পরিবার নিয়ে জন্মদিনটা একটু অন্যভাবে কাটান সলমন খান। পার্টি চলে রাতভোর। কিন্তু এই প্রথম জন্মদিনের দিন কোনও সেলিব্রেশন হবে না সলমন খানের ফার্ম হাউসে। শুধু জন্মদিন নয়, এ–বছর নিউ ইয়ার সেলিব্রেশনও হবে না ফার্ম হাউসে। সলমান খান ব্যস্ত শুটিং-এর কাজে। শোনা গেছে এ বছরকে শুটিং করেই বিদায় জানাতে চান তিনি। এই অতিমারির সময় একটু হলেও সচেতন থাকছেন অভিনেতা সলমন খান। আগের মাসেই জন্মদিন ছিল শাহরুখ খানের। তিনিও ফ্যানদের ওঁর বাড়ির সামনে ভিড় করতে অনুরোধ করেছিলেন। বোঝাই যাচ্ছে, সলমন খানও এবার সেই পথেই হাঁটছেন।