নিউজ ডেস্ক : মাঝেমধ্যেই বোল্ড অবতারে নেট দুনিয়ায় ধরা দেন অভিনেত্রী এষা গুপ্তা। তাঁর সেইসব ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আবারও ঝড় তুললেন অভিনেত্রী।
স্নানঘরে মিরর সেলফি তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ভক্তদের মনে ধরেছে ছবিটি। তবে ছবির কোনও ক্যাপশন দেননি এষা।
২০০৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়া জিতে মডেলিং দুনিয়ায় পা রাখেন এষা।
তারপর পা রাখেন বলিউডে। জন্নত ২, হামসকলস, রুস্তম, বাদশাহ, টোটাল ধামাল ছবিতে দেখা গিয়েছে তাঁকে।