নিউজ ডেস্ক: প্রথমবারের জন্য অভিনেত্রী দীপিকা পাডুকনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বলিউডের ‘কৃশ’। সুখবরটা দিলেন হৃত্বিক রোশন নিজেই। অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন রবিবার।
Presenting a glimpse of the MARFLIX vision as #Fighter! Looking forward to my first flight alongside the exceptional @deepikapadukone. All buckled up for this #SiddharthAnand joyride. pic.twitter.com/gaqv53xbO9
— Hrithik Roshan (@iHrithik) January 10, 2021
১০ জানুয়ারী তাঁর ৪৭তম জন্মদিন। এই দিনটিকেই হৃত্বিক বেছে নিলেন নতুন ছবির ঘোষণার জন্য। এদিন একটি ভিডিও ট্যুইট করেন তিনি। তাতেই দেখা গেল তাঁর ছবির প্রথম ঝলক। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘ফাইটার’ ছবিতে প্রথম হৃতিক ও দীপিকা স্ক্রিন ভাগ করতে চলেছেন। ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর।
‘জিন্দেগি না মিলেগি দোবারা’ থেকে ‘পদ্মাবত’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল দুজনের এই সব ছবি। কিন্তু এখনও পর্যন্ত হৃতিক ও দীপিকাকে স্ক্রিন ভাগ করতে দেখার সৌভাগ্য হয়নি অনুরাগীদের। এবার সিদ্ধার্থের হাত ধরেই নতুন জুটি পর্দায় আসতে চলেছে। ছবির নামেই ইঙ্গিত মিলছে অ্যাকশনে ভরপুর সিনেমা হতে চলেছে ‘ফাইটার’। এখন অপেক্ষা শুধুই সময়ের।