নিউজ ডেস্ক : আগের থেকে অনেকটাই ভালো আছেন রজনীকান্ত। তবে রক্তচাপ বেশি রয়েছে। শনিবার সারা রাত সুপারস্টারের রক্তচাপের ওপর নজর রাখবেন চিকিৎসকেরা। এখনও কিছু টেস্টের রিপোর্ট আসা বাকি রয়েছে। শনিবারের নজরদারি এবং বিভিন্ন রিপোর্টের প্রেক্ষিতে রবিবার সকালে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন রজনীকান্তকে হাসপাতাল থেকে মুক্ত করা হবে কি না। এমনটাই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত আন্নাথে-র শ্যুটিং চলাকালীন সেখানে বেশ কয়েকজন কর্মী করোনা আক্রান্ত হন। রজনীকান্তের করোনা রিপোর্ট নেগেটিভ এলেও, তাঁর রক্তচাপ বাড়তে শুরু করে। এরপরই দক্ষিণী সুপারস্টারকে ভর্তি করা হয় হাসপাতালে। খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অসংখ্য গুণমুগ্ধ।