নিউজ ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে কোকিলাবেন হাসপাতালে ভর্তি বলিউড কোরিয়োগ্রাফার রেমো ডি’সুজা। গত শুক্রবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। কোরিয়োগ্রাফারের হার্টে ব্লকেজ থাকায় সমস্যার সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে তাঁর। তাঁকে দেখতে হাসপাতালে যান শ্রদ্ধা কাপুর, আমির আলি সহ একাধিক সেলেব। অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই চিন্তায় পড়েন রেমোর অনুগামীরা। তাঁদের চিন্তা কিছুটা হলেও কম করেছেন সেলেব কোরিয়োগ্রাফারের স্ত্রী লিজেল রেমো ডি’সুজা। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালে বসে গানের সঙ্গে আস্তে আস্তে পায়ের পাতা নাড়াচ্ছেন রেমো। ক্যাপশনে লিজেল লিখেছেন, ‘পায়ে ভর দিয়ে নাচা এক জিনিস। হৃদয়ের জোরে নাচা আর এক। প্রার্থনা ও শুভকামনার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।’ ভিডিয়ো দেখে অনেকটাই স্বস্তি পেয়েছেন রেমোর অনুগামীরা। কোরিয়োগ্রাফার যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তা বোঝাই যাচ্ছে। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ কিক’, ‘জিরো’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘বাজিরাও মস্তানি’ ছবিতে কোরিওগ্রাফি করেছেন রেমো ডি’সুজা।
View this post on Instagram