নিউজ ডেস্ক : লকডাউনের মাঝেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন সইফ-করিনা । নতুন সদস্যের অপেক্ষায় নবাব পরিবার। অন্তঃসত্ত্বা হওয়ার পর সমানতালে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন করিনা। ছবির শ্যুটিং থেকে অ্যাড শ্যুট সবই করছেন। সেইসঙ্গে মাঝেমধ্যেই বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে সইফ পত্নীকে। তৈমুরের সময় থেকেই অন্তঃসত্ত্বা অবস্থায় বেবি বাম্প লুকনো নয় বরং ফ্লন্ট করতেই বেশি স্বাচ্ছন্দ্য তিনি।
View this post on Instagram
দ্বিতীয়বার মা হওয়ার আগেও করিনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন নিজের বেবি বাম্পের ছবি। সম্প্রতি গোলাপি রঙের স্পোর্টস ব্রা ও ট্রাউজারে ধরা পড়েছেন বেবো। একটি স্পোর্টওয়্যারের বিজ্ঞাপনের সেটে এই ছবিটি তুলেছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা, আমরা দু‘জন বিজ্ঞাপনের শ্যুটিং সেটে। হালকা কার্লি হেয়ার, অল্প মেক-আপে চোখ ধাঁধিয়ে দিয়েছেন করিনা। স্পোর্টওয়্যারের গোলাপি রং যেন তাঁর চেহারার সঙ্গে মিশে গিয়েছে। ছবিটি মুহূর্তে ভাইরাল হয়েছে। সবাই করিনার প্রেগন্যান্সি গ্লোতে মুগ্ধ। নবাব বেগমের ছবিতে চোখ ঝলসে যাচ্ছে সবার।