নিউজ ডেস্ক : নিজের নিরাপত্তীরক্ষী জাগ্গির জন্মদিন পালন করলেন সলমন খান। অন্তিম – দ্য ফাইনাল ট্রুথ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত তিনি। সেখানেই জগরাজ ঘুমন ওরফে জাগ্গির জন্মদিন পালন করা হয়। সবার সঙ্গে বার্থ ডে গান গাইলেও কেক খেলেন না সলমন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কেক কাটার পর জাগ্গি ভাইজানকে কেক খাওয়াতে গেলে তিনি সামনে ঝোঁকেন। কেক খাওয়ার ভঙ্গি করলেও কেক খাননি। যা দেখে বাকিরা হেসে ওঠেন। ডায়েটে থাকার ফলে সলমন জাগ্গির জন্মদিনের ওই কেক ফিরিয়ে দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। তাই কেক খাওয়ার অভিনয় করেন ভাইজান। বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। সেইসঙ্গে চলছে বিগ বস ১৪-এর শ্যুটিংও। সম্প্রতি সলমনের অন্তিম সিনেমার লুক সামনে এসেছে। যা ফ্যানেদের প্রশংসা কুড়িয়েছে। সব ঠিক থাকলে পরের বছরের প্রথম দিকে মুক্তি পেতে পারে ছবিটি।
View this post on Instagram