Html code here! Replace this with any non empty raw html code and that's it.

৫-এ পা তৈমুরের, জন্মদিনের ছবি শেয়ার করলেন করিনা

নিউজ ডেস্ক : ২০ ডিসেম্বর ছিল তৈমুরের জন্মদিন। ঘরোয়াভাবেই তৈমুরের জন্মদিন পালন করলেন সেফ-করিনা। তৈমুরের জন্মদিনের অনুষ্ঠানে পতৌদি পরিবার ও কপুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া আর কাউকেই দেখা যায়নি। একে করোনা পরিস্থিতি, তারওপর অন্তঃসত্ত্বা করিনা, তাই ঘরোয়াভাবেই জন্মদিনের সেলিব্রেশন হয়। ঘোড়ার পায়ের আকারে কেক আনা হয়েছিল ছোট্ট নবাবের জন্য। বাবা-মায়ের সঙ্গে কেক কাটে তৈমুর।

ছেলের জন্মদিনে ইন্টাগ্রামে নানা অদেখা ছবি পোস্ট করেন করিনা। লম্বা মেসেজের শেষে তিনি জানিয়েছেন, আম্মার চেয়ে তাকে কেউ ভালবাসতে পারবে না।

সম্প্রতি হিমাচল প্রদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন করিনা কাপুর খান, সেফ আলি খান ও ছোট্ট তৈমুর। হিমাচলের ধরমশালা, পালামপুর-সহ একাধিক জায়গায় করিনা, তৈমুরদের ছুটি কাটাতে দেখা যায়। সেইসব ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।

 

Related Articles

- Advertisement -

Latest Articles