নিউজ ডেস্ক : মায়ের সঙ্গে মাঝেমধ্যেই দেখা যায় তৈমুর আলি খানকে। কখনও ক্যামেরার সামনে পোজ দেয় সে, কখনও আবার মুখ লুকায়। এবার তৈমুরের কীর্তিতে নিন্দার ঝড় উঠল। ২০ ডিসেম্বর তৈমুরের জন্মদিন, তার আগে মায়ের সঙ্গে বেরিয়েছিল। গাড়ি থেকে নামতেই পাপারাৎজিরা ছবি তুলতে শুরু করেন। মেজাজ বিগড়ে যায় তার। চিৎকার করে ওঠে তৈমুর। ‘নো ফটো’, ‘নো ফটো’ বলতে থাকে। এখানেই শেষ নয়, পাপারাৎজিদের দেখে লাথি দেখায় সে। করিনার সামনে তৈমুর এমন আচরণ করলেও করিনা তাঁকে কোনওভাবেই আটকাননি। তৈমুরের এহেন কাণ্ডে বেজায় চটেছেন নেটিজেনরা।
View this post on Instagram