নিউজ ডেস্ক: বাংলাদেশের জয়পুরহাটে ট্রেন ও বাসের সংঘর্ষে মৃত্যু হল ১২ জনের, গুরুতর আহত আরো ৫। প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাটে পুরানাপৈল রেলগেটে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় লেভেল ক্রসিং খোলা থাকায় লাইন পারাপার করতে যায় বাসটি আর তখনই ঘটে দুর্ঘটনা। ট্রেনটি সজোরে এসে ধাক্কা মারে বাসটিকে।
ঘটনায় আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে গুরুতর আহত ৩জন বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, এর আগেও এক রেলকর্মীর গাফিলতির জন্য ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে। গত বছর ব্রাহ্মণবেড়িয়া জেলার কসবা থানা এলাকায় দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সিলেট থেকে চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’-এর সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘তুর্ণা নিশীথা এক্সপ্রেস’-এর মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ঘটনার তদন্ত নেবে জানা যায়, ট্রেন চলাকালীনই তূর্ণা নীশিথা এক্সপ্রেসের চালক ও সহকারী ঘুমিয়ে পড়েছিলেন।