নিউজ ডেস্ক : মারণ ভাইরাসের থাবা থেকে রেহাই পেল না আন্টার্কটিকাও। একমাত্র করোনামুক্ত জায়গা ছিল আন্টার্কটিকা, এবার সেখানেও করোনার প্রকোপ। চিলি সেনার তরফ থেকে জানানো হয়েছে, বার্নাডো ওহিগিন্স বেসে থাকা অন্তত ৩৬ জন আক্রান্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৬ জন জওয়ান এবং বাকি ১০ জন স্বাস্থ্যকর্মী। ববরফ ঠাণ্ডা সমুদ্র ও হিমশৈল দিয়ে ঘেরা একটি গবেষণা কেন্দ্র থেকে সব স্বাস্থ্যকর্মী ও সেনা অফিসারদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের আলাদাভাবে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
করোনার হাত থেকে বাঁচতে প্রথম থেকেই কড়া বিধি নিয়ম জারি করা হয় আন্টার্কটিকায়। বহিরাগত ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। গবেষণা কেন্দ্রের কর্মীর সংখ্যাও কমিয়ে দেওয়া হয়। তারপরেও করোনাকে আটকানো গেল না।