নিউজ ডেস্ক : নিজের হার আগেই স্বীকার করে নিয়েছিলেন, এবার বললেন, মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর হোক। এক ভিডিয়ো বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমার এখন লক্ষ্য মসৃণ ভাবে ক্ষমতা হস্তান্তর। ২০ জানুয়ারি নতুন প্রশাসন কাজ শুরু করবে। তার আগে আমি সব বুঝিয়ে দিতে চাই।’
ক্যাপিটলে হামলার পর ট্রাম্পের ওপর চাপ বাড়ছিল। বিভিন্ন মহল থেকে তাঁকে ইমপিচমেন্টের দাবিও তোলা হয়। পরিস্থিতি সামাল দিতে অবশেষে মুখ খুললেন বিদায়ী প্রেসিডেন্ট। ঘটনার নিন্দা করে তিনি বলেছেন, ‘হিংসা, আইন অমান্য এবং দাঙ্গা দেখে আমি ক্ষিপ্ত। যারা হিংসার সঙ্গে যুক্ত তারা আমেরিকার প্রতিনিধিত্ব করেন না। আমেরিকা আইন মেনে চলে।’ ক্যাপিটল বিল্ডিংকে সুরক্ষিত রাখতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প।
ইতিমধ্যে ক্যাপিটল হামলায় অভিযুক্ত ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করেছেন ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় নিযুক্ত আমেরিকার অ্যাটর্নি জেনারেল মাইকেল শেরউইন।