নিউজ ডেস্ক: করোনায় ধরাশায়ী মার্কিন মুলুক। ইতিমধ্য়েই মৃত্য়ু ছাড়িয়েছে প্রায় তিন লাখ। বেড়েছে আক্রান্তের সংখ্য়াও। তারমধ্য়েও আশার আলো দেখাল ফাইজার/বায়োএনটেকের টিকা। এক সাংবাদিক বৈঠকে জেনারেল গুস্তাভে পারনা (Gustave F. Perna) জানিয়েছেন, আমেরিকা জুড়ে বিভিন্ন হাসপাতালে পৌঁছে যাবে টিকা। এরপরই টিকা দেওয়ার কাজ শুরু হবে।
আমেরিকার ১৪৫টি এলাকায় সোমবার এবং ৪২৫টি এলাকায় মঙ্গলবার টিকা পৌঁছে যাবে বলে জানান তিনি। তাছাড়া, বুধবার আরও ৬৬টি এলাকায় টিকা সরবরাহের কাজ শেষ হবে। প্রথম দফায় ৩০ লাখ লোককে টিকা দেওয়া হবে। মোট ২ কোটি মানুষকে চলতি মাসেই টিকা দিতে পারবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। এর আগে ব্রিটেন, কানাডা, বাহরিন, সৌদি আরব ও মেক্সিকো ফাইজারের টিকার অনুমোদন দেয়। এখন এই টিকাকরণ কর্মসূচির দিকেই তাকিয়ে রয়েছে মার্কিন মুলুক।