নিউজ ডেস্ক : সোমবার সকালে বিপত্তি। বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হয়ে যায় ইউটিউব, গুগল, জি-মেইল। রিপোর্টে জানা গিয়েছে, সকাল ১১টা ৫৬ মিনিট নাগাদ কাজ করা বন্ধ করে দেয় ইউটিউব সহ গুগল, জি-মেইল।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিযোগ আসতে শুরু করে। গুগল খুলতে গেলেই দেখা যাচ্ছিল মেসেজ, “সার্ভারের সমস্যা থাকায় আপনার অনুরোধ রাখা যাচ্ছে না।” শুধু গুগল নয়, জি-মেইল খুলতেও সমস্যা হচ্ছিল বলে অভিযোগ জানান ব্যবহারকারীরা।
গুগলের ওয়েবসাইটে সমস্যার কথা স্বীকার করা হয়। তবে কী কারণে সমস্যা সেটা জানানো হয়নি। ১২টা ৩৫ মিনিট নাগাদ ফের সচল হয় ইউটিউব, গুগল, জি-মেইল। প্রায় ৩৯ মিনিট পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে।