নিউজ ডেস্ক : ব্রিটেনে নতুন করোনা স্ট্রেন দেখা দেওয়ার পর সেদেশের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারত। ২২ ডিসেম্বর রাত থেকে কার্যকর হবে নয়া সিদ্ধান্ত। আগামী ৩১ ডিসেম্বর রাত পর্যন্ত ব্রিটেনের সঙ্গে ভারতের উড়ান পরিষেবা বন্ধ থাকবে। ২২ ডিসেম্বর রাতের আগে যে সব বিমান ব্রিটেন থেকে যাত্রী নিয়ে ভারতে নামছে তার যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে।
ব্রিটেনের করোনার নয়া স্ট্রেনের খবর পেয়েই বেলজিয়াম প্রথম পদক্ষেপ করে। সিল করে দেয় সীমান্ত। ব্রিটেনের সমস্ত বিমান বাতিল করেছে নেদারল্যান্ডসও। একই পরিকল্পনা করছে ইতালি। সব মিলিয়ে ব্রিটেনের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক উড়ান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ভারতও একই পথে হাঁটল।