নিউজ ডেস্ক: জাকিউর রহমান লকভিকে ১৫ বছরের কারাদণ্ডের নির্দেশ পাক আদালতের। মুম্বই হামলার মূল মাথা তথা লস্কর-ই-তৈবার শীর্ষ জঙ্গি নেতা জাকিউর রহমান লকভিকে কিছুদিন আগেই গ্রেফতার করে পাক প্রশাসন। সন্ত্রাসে অর্থ সাহায্য বন্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার অভিযোগে পাকিস্তানকে চাপে রেখেছিল আন্তর্জাতিক সংগঠন ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ বা ‘এফএটিএফ’। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করেই ইমরান খানের সরকার লকভিকে গ্রেফতার করতে বাধ্য হল।
প্রসঙ্গত, ২০০৮ সালে ২৬/১১ তারিখে মুম্বইয়ে হামলা চালিয়েছিল আজমল কাসভ-সহ পাকিস্তানের ১০ জন লস্কর জঙ্গি। ওই ঘটনায় প্রাণ হারায় প্রায় ১৬০ জনেরও বেশি মানুষ। আহত হন প্রায় ৩৫০ জন। ২৬/১১-র তদন্তে উঠে আসে হামলার নেপথ্যে ছিল জাকিউর রহমান লকভি। মুম্বই হামলার পাশাপাশি তার বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে নতুন করে মামলা রুজু করা হয় পাকিস্তানে। এই মামলা-সহ আরও দুটি মামলায় পাঁচ বছর করে মোট ১৫ বছরের সাজা দিল পাকিস্তানের আদালত। এছাড়াও প্রত্যেক মামলায় ১ লক্ষ টাকা করে জরিমানাও দিতে হবে লকভিকে।