নিউজ ডেস্ক: করোনার নতুন স্ট্রোনের কথায় মাথায় রেখেই ভুটানে আগামী বৃহস্পতিবার থেকে সাতদিন ব্যাপী লকডাউনের সিদ্ধান্ত নিল ভুটান সরকার। এদিকে আন্তর্দেশীয় চলাচলের উপর ভুটানে মঙ্গলবার থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভুটানের থিম্ফু, পারো প্রভৃতি প্রদেশে সংক্রমণের হদিশ পাওয়া গেলে জাতীয় কোভিড ম্যানেজমেন্ট টাস্কফোর্স এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে জরুরি পরিষেবা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে। স্কুল, কলেজ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে আগামী সাতদিন। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাতদিন খাবার সবজি ও অন্যান্য জরুরি পণ্য সরবরাহ করবে সরকার।