নিউজ ডেস্ক : আমেরিকায় ফের বর্ণবিদ্বেষের শিকার এক কৃষ্ণাঙ্গ। অভিযোগ, কৃষ্ণাঙ্গ হওয়ার জন্য উপযুক্ত চিকিৎসা না পেয়েই মৃত্যু হয়েছে তাঁর। সুসান মুর নামে ওই মহিলা পেশায় একজন চিকিৎসক।
ঘটনাটি ঘটেছে আমেরিকার ইন্ডিয়ানাপোলিসে। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের। কোভিড আক্রান্ত হয়ে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন কৃষ্ণাঙ্গ হওয়ার জন্য চিকিৎসা ঠিক মতো হচ্ছে না জানিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি।
সেখানে তিনি বলেন তাঁর শ্বাসকষ্টের কথা। এছাড়াও কফের সঙ্গে প্রায়ই রক্তপাত হচ্ছিল তাঁর। কিন্তু বর্ণবৈষম্যের কারণে তাঁর চিকিৎসায় যথেষ্ট গাফিলতি করছিলেন চিকিৎসকরা। এমনকী সিটি স্ক্যান পর্যন্ত করা হয়নি তাঁর। কার্যত বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।
এর আগেও বহুবার বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে শ্বেতাঙ্গ আমেরিকানদের বিরুদ্ধে। এবার খোদ চিকিৎসকের মৃত্যু হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তা নিয়ে উঠছে প্রশ্ন।