স্টাফ রিপোর্টার,আগরতলা : রাস্তাঘাটে তেষ্টা পেলে বোতলের জলের ওপরই ভরসা করেন সবাই। কিন্তু সেই জল কি আদৌ নিরাপদ। সোমবার আগরতলার তেলিয়ামুড়ার ঘটনা সেই প্রশ্নই তুলে দিল। লাইফ ড্রপ নামে একটি পানীয় জল প্রস্তুতকারী সংস্থার বোতলবন্দি জলে মিলেছে ছত্রাক।
সোমবার বিকেলে স্থানীয় নীতু রায় তেলিয়ামুড়ার জাতীয় সড়ক সংলগ্ন একটি দোকান থেকে জলের বোতলটি কেনেন। বোতলের ছিপি খুলে জল খেতে যাওয়ার সময় তিনি দেখেন, বোতলের ভিতরে ছত্রাকজাতীয় কিছু ভাসছে। সঙ্গে সঙ্গে তিনি দোকানমালিককে দেখান। খবর পান সংবাদকর্মীরা। ওই জলের কোম্পানির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। এখন প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।