নিউজ ডেস্ক : ব্রিটেন ফেরতদের মধ্যে ২০ জনের শরীরে করোনার নয়া স্ট্রেন মিলেছিল, সেই সংখ্যা বেড়ে হল ২৯। আক্রান্তদের মধ্যে একজন কলকাতার। জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমিতদের শরীর থেকে নেওয়া নমুনার জিনোম সিকুয়েন্স বের করে নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে। ২৯ জনের মধ্যে এক শিশুও আছে। আক্রান্তদের মধ্যে ৮ জন দিল্লির এনসিডিসিতে ভর্তি , দুজন দিল্লির আইজিআইবিতে, ১০ জন বেঙ্গালুরুর নিমহ্যান্স-এ , তিন জন হায়দারাবাদের সেন্টার ফর সেলুলার এন্ড মলিকিউলার বায়োলজিতে, পাঁচ জন পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে এবং একজন কল্যাণীর এনআইবিজিতে চিকিৎসাধীন।