নিউজ ডেস্ক: হিমাচল প্রদেশের অটল টানেলের মধ্যে প্রবল তুষারপাতে আটকে থাকা ৩০০ জন পর্যটককে উদ্ধার করল পুলিশ। শনিবার অত্যধিক তুষারপাতের ফলে মানালি থেকে ফেরার পথে রাস্তায় আটকে পড়েন তাঁরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পর্যটকদের উদ্ধার করে।
অটল টানেল হল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় ৯ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গপথ। লাহুল-স্পিতি জেলা এবং কুলু- মানালি জেলার মধ্যে সংযোগ স্থাপন করছে এই সুড়ঙ্গ পথ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তা অত্যন্ত পিচ্ছিল হওয়ায় মানালি যাওয়ার পথে বেশ কিছু গাড়ির মধ্যে পর্যটকরা আটকে পড়েছিল। সেখান থেকে লাহুল-স্পিতি পুলিশ এবং কুলু পুলিশ যৌথ ভাবে প্রায় ১০ ঘন্টা উদ্ধারকার্য চালিয়ে বরফের স্তূপ থেকে বের করে পর্যটকদের।
আবহাওয়া দফতর সূত্রে খবর, জানুয়ারি মাসের ৩ থেকে ৮ তারিখের মধ্যে প্রবল বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে। এজন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে হিমাচল প্রদেশে। তাছাড়া গোটা রাস্তার মধ্যে কোথাও আর কোনও পর্যটক আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।